Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

ডিআইজি রংপুর রেঞ্জ এর কার্যালয়, রংপুর

২০১০ সালে বাংলাদেশের ৭ম বিভাগ হিসেবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় সহ মোট ০৮টি জেলার সমন্বয়ে রংপুর বিভাগ গঠন করা হয়। গত ১৫/০৩/২০১১ তারিখে জনাব বিনয় কৃষ্ণ বালা, বিপিএম, পিপিএম এর ডিআইজি হিসেবে যোগদানের মাধ্যমে রংপুর রেঞ্জের যাত্রা শুরু হয়।বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে রেঞ্জের অবস্থান বিবেচনায় মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা ও তদারকিতে রেঞ্জ অফিসের ভূমিকা অপরিসীম। রংপুর রেঞ্জের অধীনে ০৮টি জেলা ও ০১টি আরআরএফ ইউনিট রয়েছে। বর্তমানে রংপুর রেঞ্জ অফিস এবং রেঞ্জাধীন ০৮টি জেলা ও আরআরএফ-এ বিভিন্ন পদবীর ১০৬৯৫ জন পুলিশ সদস্য এবং ৫৮৯ জন নন-পুলিশ কর্মকর্তা/কর্মচারীসহ সর্বমোট ১১২৮৪ জন জনবল রয়েছে।

মামলার সংখ্যা, অপরাধের ধরণ ও প্রকৃতিতে ভিন্ন মাত্রার রূপ নেয়ায় সুষ্ঠু তদন্ত তদারকীর মাধ্যমে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান, প্রচলিত কার্যক্রম যথাযথ পরিদর্শনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, প্রতিনিয়ত পরিবর্তিত অপরাধের ধরণ এবং এর প্রতিরোধে এলাকা ভিত্তিক অপরাধের পরিসংখ্যান উপাত্ত বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে অপরাধ প্রতিরোধে নির্দেশনা ও লক্ষ্য নির্ধারণ, নির্দিষ্ট সময় ভিত্তিক Strategic Plan প্রণয়ন এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য তদারকীর ব্যবস্থা গ্রহণ, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন, অপরাধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখার ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ অত্যন্ত কার্যকরী বিষয় বিধায় বিভাগীয় পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সরবরাহের পাশাপাশি গুরুত্বপূর্ণ অপারেশনে নেতৃত্ব প্রদান এবং বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ সমন্বয় করার মাধ্যমে রেঞ্জাধীন জেলা সমূহে জনগণকে কাঙ্খিত সেবা প্রদানের লক্ষ্যে ০১ জন ডিআইজি, ০৩ জন অতিরিক্ত ডিআইজি, ০৪ জন এসপি, ০২ জন অতিরিক্ত এসপি এবং ০১ জন এএসপিসহ সর্বমোট ৫২ জন পুলিশ ও নন-পুলিশ কর্মকর্তা/কর্মচারীর সমন্বয়ে রেঞ্জ অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে।